Howrah : ছাত্রকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক মারলো এক ছাত্রের বাবা, Watch the Video

0
83
Advertisement

হাওড়া : ছাত্রকে শাসন করায় স্কুলে ঢুকে শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক মারলো এক ছাত্রের বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার কড়িয়া বোর্ড প্রাথমিক স্কুলে।

Advertisement

উল্লেখ্য ওই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার এই স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্র দুষ্টুমি করায় তাকে বকাঝকা করেন ও পায়ে স্কেল দিয়ে আরো পাঁচ ছাত্রের সঙ্গে সামান্য মারেন শিক্ষক শান্তনু মাইতি।এরপর সারাদিন ওই ছাত্র স্কুল করে।

বাড়ি ফিরে সে ঘটনাটি মাকে বলে।সেখান থেকে বাবা সোনার দোকানের মালিক মারুফ মল্লিক ওরফে ভুট্টো জানতে পারে। বুধবার দুপুরে দোকান থেকে ফিরে স্কুলে গিয়ে লাঠি দিয়ে ওই শিক্ষককে বেধড়ক মারে। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে ভুট্টো পালিয়ে যায়।এই ঘটনায় শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।তবে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =