কলকাতা : মহেশতলার ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানা করলেন রাজ্য সরকারকে। এবার আইনি পথেই মোকাবিলা করার হুঁশিয়ারি দিলেন তিনি।
দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করেই বুধবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মহেশতলা। আক্রান্তের সংখ্যা বহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে যেতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে।
শনিবার সাংবাদিক বৈঠকে মহেশতলার ঘটনা নিয়ে আরও একবার উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। স্থানীয় প্রশাসনকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা পরও প্রশাসনের সাহায্য নজরে আসেনি। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা। স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড আতঙ্কে রয়েছেন।’ বিরোধী দলনেতার অভিযোগ, ‘মহেশতলায় ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে।’
মহেশতলায় ১৬৩ ধারা জারির ব্যাপারে বাধা দেওয়া হয়েছে, এমনই অভিযোগ এনেছেন শুভেন্দুবাবু। এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, ‘সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হবে। আশা করছি মোথাবাড়ি, সন্দেশখালির মতো এখানেও যেতে পারব। বিশেষ করে হিন্দু পরিবারগুলি এবং যে শিব মন্দিরে আক্রমণ করা হয়েছে সেখানে প্রবেশ করতে পারব।’