ফের সীমান্তবর্তী এলাকা থেকে তাজা বোমা উদ্ধার

হবিবপুর থানার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী আইসো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সংশ্লিষ্ট এলাকার আমবাগানে মধ্যে বেশ কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু মানুষ। তাতেই আতঙ্কিত হয়ে গিয়ে হবিবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোম স্কোয়াডের অফিসারেরা। উদ্ধার হওয়া বোমা-গুলি খুবই শক্তিশালী বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে বোম স্কোয়াডের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা এইভাবে বোমাগুলিকে মজুত করেছিল বলেই মনে করা হচ্ছে। এই বোমাগুলি ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। শনিবার সকালে বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই বোমাগুলি কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =