হিংসা ও দুর্নীতিবিহীন ভোট সুনিশ্চিৎ করতে আমি রাস্তায় নামবো, রাজ্যপালের হুঙ্কার

শনিবার সকালে কলকাতার বাবুঘাটে অবস্থিত বায়ুসেনার বিশেষ জেটির সামনে থেকে এভাবেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হুঙ্কার দিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,’নির্বাচনের দিন ঘোষণা হোক। ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকব। আমার কাছে দুটো প্রায়োরিটি। প্রথম হল হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। আমি তার জন্য রাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসেবে রাস্তায় ঘুরব। সকাল ৬ টা থেকে রাস্তায় থাকব। মানুষের কাছে উপলব্ধ থাকব। পঞ্চায়েতের আগেও বলেছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না। আমি আমার ক্ষমতায় তা সর্বতোভাবে চেষ্টা করবো।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলায় প্রচুর কোস্টাল এলাকা আছে। তাদের জীবনের বৈচিত্র আলাদা। আমি কোনো এজেন্ডা ছাড়াই তাদের সঙ্গে দেখা করেছি। তাদের কথা শুনেছি। জলের মধ্যে দিয়ে যেতে যেতে সবকিছু দেখা, সবকিছু বোঝা সেটার চেষ্টাই করবো। এই বাংলার ছেলেমেয়েরা খুব মেধাবী এবং গুণী। আমার এই ধরনের সফর চলবে। এবার থেকে আমার বাংলা সফর এবং বাংলাকে আরও ভালো করে জানার মাধ্যম হবে এই জল দর্শন। সিভিল সার্ভেন্টদের বলব, অফিসে বসে থাকবেন না। এলাকায় যান। আপনারা জনগণের চাকর। তাই বাংলাকে নতুনভাবে পরিচালনা করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =