বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকার

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: রবিবার তৃণমূলের লোকসভা লেন্দ্রের প্রার্থীর তালিকা ঘোষণা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শর্মিলা সরকার। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মরত রয়েছেন শর্মিলা সরকার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা তিনি।
এর আগে এই কেন্দ্রে প্রার্থী ছিলেন সুনীল মণ্ডল। গত বিধানসভা নির্বাচনের আগে সুনীল মণ্ডলকে দেখা যায় শুভেন্দু অধিকারীর সভায় বিজেপির ঝান্ডা ধরে বিজেপিতে যোগ দিতে। ভোট পার হতেই সুনীল মণ্ডলকে সুর বদলাতে দেখা যায়। তাই সুনীল মণ্ডলের ওপরের আর ভরসা করতে পারছে না দল। সেই কারণেই হয়তো সুনীল মণ্ডলকে বদল করা হয়েছে। তাই এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস বলেই রাজনৈতিক মহল মনে করছেন। রবিবার তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের ৪২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =