অগ্নিসাক্ষী করে বিয়ে করছেন কাঞ্চন-শ্রীময়ী

আইনি বিয়ে হয়েছিল ভ্যালেন্টাইনস ডে-তে। আংটি বদলও হয়েছিল। শনিবার সন্ধ্যায় এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দক্ষিণ কলকাতার এক ঠিকানায় এদিন তাঁদের বিয়ে। পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ৬ মার্চ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। শ্রীময়ীর উত্তর কলকাতার বাড়িতেই প্রাক্‌-বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জানা গিয়েছে, বিয়ে নিয়ে যথেষ্ঠ উত্তেজিত কনে। যদিও কাঞ্চন মল্লিকের এটি তৃতীয় বিয়ে। জানা গিয়েছে লাল বেনারসি ও গয়নায় সাবেকি সাজই পছন্দ শ্রীময়ীর। এছাড়া বাঙালিয়ানা খানা থেকে পিনা সবেতেই থাকবে। জানা গিয়েছে, বিয়েক বেনারসির নকশা শ্রীময়ী নিজেই করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =