উত্তর ২৪ পরগনা: বেরমজুরের দিনভর অশান্তি দেখেছে গোটা রাজ্য, পুলিশের পদক্ষেপে সকাল থেকে স্বাভাবিক ছন্দে বেরমজুর। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কাছারি পাড়া, বটতলা দাসপাড়া কাঠপোল। একাধিক জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভ আগুন রাস্তায় অবরোধ করে রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে। এর মধ্যে আলা ঘরে আগুন, তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়ি ভাঙচুর, তারপর কড়া পদক্ষেপ নিয়েছে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার, ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। বেরমজুর এক নম্বর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করা হয়েছে, চলছে মাইকিং প্রচার, লাগানো হয়েছে তিনটি সিসিটিভি ক্যামেরা।
শনিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে বেরমজুরের একাধিক পাড়া। বিশেষ করে কাটপোল বাজার খুলেছে দোকানদাররা দোকান খুলে তাদের প্রতিদিনের মতো ব্যবসা করছে। এর মধ্যেই পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে কাটপোল এলাকায়। সেখানে গ্রামবাসীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে লিখিতভাবে অভিযোগ জমা দিচ্ছেন। পুলিশ তাদের অভিযোগ খতিয়ে দেখছে। গ্রামে একাধিক ধর্মীয় অনুষ্ঠান চলছে। কোনও জায়গায় মনসা পূজো, নারায়ণ পূজো, আবার কীর্তন, সব মিলিয়ে খুশি গ্রামবাসী থেকে ব্যবসায়ীরা। তারা চাইছেন এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হোক, বহিরাগতরা এসে এখানে বিশৃঙ্খলা যাতে না করতে পারে। নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি যাতে না হয়। পুলিশের এই ভূমিকায় তারা রীতিমতো খুশি। এককথায় আবারও ছন্দে ফিরছে সন্দেশখালি।