ধার শোধের জন্য ডেকে জীবন বিমার এজেন্টকে খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, চণ্ডীপুর: ধারের টাকা শোধ দেওয়ার নাম করে জীবন বিমার এজেন্টকে ডেকে নিজের দোকানের ভেতর খুন করার অভিযোগ উঠল গ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম গৌতম জানা। বয়স আনুমানিক ৪৮ বছর। সোমবার সন্ধ্যার মুখে গ্রামের শীতলা মন্দির সংলগ্ন এক মুদি দোকানের ভেতর গৌতম জানার রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ।
গৌতম জানার পরিবারের ও স্থানীয়দের অভিযোগ, পাওনা প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার নাম করে দোকানে ডেকে মাথার পেছনের দিকে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে মোতায়েন করা রয়েছে পুলিশ। সোমবার রাতেই অভিযুক্ত রঞ্জিত মাইতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, পুলিশের কাজে সন্তুষ্ট নয় গৌতম জানার পরিবারের লোকজন। মৃতদেহ বস্তায় ভরে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করছেন গৌতম জানার স্ত্রী রিনা জানা ও আত্মীয়রা। বাড়ির লোকজনকে মৃতদেহ দেখতে পর্যন্ত দেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 11 =