লাইনে সমস্যা, দুপুরে আচমকা বন্ধ হল দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা

ফের মেট্রো পরিষেবা নিয়ে বিভ্রাট। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, নোয়াপাড়া ও বরানগরের মাঝখানে সমস্যা দেখা দিয়েছে৷ মেট্রোর থার্ড লাইনে এ দিন দুপুর ২.০৫ মিনিট নাগাদ সেই সমস্যা চোখে পড়ে৷ তারপর দুপুর ২.১৮ মিনিট থেকে পাওয়ার ব্লক নেওয়া হয়৷সেই কারণেই ওই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে৷ মেট্রো সূত্রে খবর, মেট্রো লাইনে কোনও ফরেন পার্টিকেল বা বাইরের জিনিস এসে পড়ায় এই সমস্যা দেখা দিয়েছে৷ তবে দ্রুত সেই পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করা হচ্ছে৷ মনে করা, পরিষেবা দ্রুত শুরু হবে৷ আপাতত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে৷

দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের ফলে বহু যাত্রীরই সুবিধা হয়েছে। দক্ষিণেশ্বর পর্যন্ত অসংখ্য যাত্রী দিনভর যাতায়াত করেন। আচমকা বিভ্রাটে সমস্যায় পড়েন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =