নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: রাস্তার ধারে থাকা জঙ্গলের একটি গাছ থেকে ময়াল উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কাঞ্চনপুর বীটের বাগাখোল এলাকায়। সোমবার সকালে স্থানীয় কয়েকজন জঙ্গলে পাতা কুড়োতে গেলে ময়ালটিকে দেখতে পান। এরপর বন দপ্তরে খবর দিলে বন কর্মীরা সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন।
বাঁকুড়ার কাঞ্চনপুর বীটের বাগাখোল এলাকায় গ্রামের অদূরেই রয়েছে জঙ্গল। সেই জঙ্গলের রাস্তা ধরেই পাতা কুড়োতে যাচ্ছিলেন স্থানীয় বেশ কয়েকজন। আচমকাই তাঁদের নজরে আসে রাস্তার ধারে থাকা একটি ছাতিম গাছের গায়ে ঝুলে রয়েছে বিশালাকার একটি ময়াল সাপ। আতঙ্কে জঙ্গল ছেড়ে গ্রামে ও বন দপ্তরের খবর দেন স্থানীয়রা। পরে বন দপ্তর স্থানীয় এক সাপ উদ্ধারকারীর সাহায্য নিয়ে সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেন।