বালাসর রেল দুর্ঘটনার পর ফের বুধবার রাত্রে বিহারের বক্সারের কাছে নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের 6টি কামরা লাইনচ্যুত হয়। দিল্লি থেকে অসমের তিনসুকিয়া যাচ্ছিল ট্রেনটি ৷ রেল সূত্রের খবর দুর্ঘটনাতে ৪ জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় ৭০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন ৷
বুধবার রাত ১০ টা নাগাদ বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ১২৫০৬ ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের ছ’টি বগি লাইনচ্যুত হয়ে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল আধিকারিকরা ৷ উদ্ধারকাজ শুরু হলেও ওই এলাকাটি অন্ধকার হওয়ার জন্য উদ্ধারকাজ করতে সমস্যা হচ্ছিল ৷ রেল জানিয়েছে ৷
দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারাই প্রাথমিকভাবে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন ৷ জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয়। ওই রেল লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেই রেল সূত্রে জানান হয়েছে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানান হয়েছে দুর্ঘটনায় ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ বাহিনীর একজন আধিকারিক জানিয়েছেন, অন্তত ৭০ জন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ৷
দুর্ঘটনার পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের টুইট করে জানান ‘উদ্ধারকাজ সম্পুর্ন হয়েছে। সমস্ত কামরাগুলো পরীক্ষা করে দেখা হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।’
রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, রাত দু’টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, উদ্ধারকাজ শেষ। সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।” এরপর তিনি লেখেন, “অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।”
রেলের তরফ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে –
পটনা হেল্পলাইন-9771449971
দানাপুর হেল্পলাইন- 8905697493
আরা হেল্পলাইন- 8306182542
রেল সূত্রে খবর দিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে রাজধানী এক্সপ্রেস-সহ ১৮ টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য চলতি সপ্তাহেই বালাসোর ট্রেন দুর্ঘটনায় রেলের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় ২৮ জনের দেহের সৎকার
করা হয়।