টিটব বিশ্বাস
মতুয়ারা সকলেই নাগরিক, তাই সিএএ ও এনআরসি চালু হলে আন্দোলন শুরু হবে মন্তব্য মমতা বালার, পাল্টা কটাক্ষ বিজেপির। মঙ্গলবার বনগাঁয় মহকুমা মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হলেছিল বনগাঁ কর্মতীর্থ ময়দানে।সেখানে যোগদান করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। সেখানেই মমতা বালা বলেন, মতুয়ারা সকলেই নাগরিক তাই সিএএ ও এনআরসি চালু হলে আন্দোলন শুরু হবে সমগ্র জায়গায়।মমতা ঠাকুরের বক্তব্যের বিষয়ে পাল্টা বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এনআরসির দাবিটা মতুয়া মহাসঙ্ঘের।উনি তৃণমূলে আছেন বলে বিরোধিতা করছেন।উনি তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করছেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ওনারা বুঝতে পারবেন মতুয়ারা বিজেপির সঙ্গে আছেন।