মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু অগ্নিমিত্রার

সোমনাথ মুখোপাধ্যায়

অন্ডাল : শনিবার, প্রার্থীকে সাথে নিয়ে উখড়ায় ভোট প্রচার করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। প্রচার শুরুর আগে প্রার্থী অগ্নিমিত্রা এবং দিলীপ ঘোষ সন্ন্যাসী কালীতলায় পুজো দেন। ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচার। নিজ নিজ দলীয় প্রার্থীদের সমর্থনে শেষ মুহূর্তের প্রচারে সামিল হচ্ছেন দলের হেভিওয়েট নেতা ও সেলিব্রিটিরা। শনিবার উখড়ায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল-এর সমর্থনে রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সাথে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ও দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পল সহ অন্যরা। এদিন প্রচার শুরুর আগে অগ্নিমিত্রা পল ও দীলিপবাবু উখড়ার পুরাতন সন্ন্যাসী কালীতলায় পুজো দেন। পুজো শেষে সেখান থেকেই শুরু হয় রোড শো। পুরাতন হাটতলা, স্কুল মোড় হয়ে বাজপেয়ি মোড়ে শেষ হয় রোড শো। দিলীপ ঘোষ বলেন, তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। প্রচারে বাধা দিচ্ছে। ভয় দেখাচ্ছে ভোটারদের। আমরা এর বিরুদ্ধে লড়ছি। ভোটারদের কাছে যাচ্ছি। ফলাফল সম্পর্কে তিনি বলেন, ভোট গণনার পরই উত্তর পাবেন এর। মধ্যপ্রদেশে সাংবাদিক নিগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সাংবাদিকদের উপর এই ঘটনার সমর্থন করি না। পশ্চিমবাংলাতেও সাংবাদিকদের উপর আক্রমণ হয়, ক্যামেরা ভাঙ্গা হয়। তারাই আবার মধ্যপ্রদেশের ঘটনায় দুঃখ প্রকাশ করে। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে দীলিপবাবু বলেন, দেশে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে-ই আছে। শ্রীলংকা, পাকিস্থানে জিনিসপত্রের দাম অনেক বেশি। এদিন উখড়ায় ভোট প্রচারের পাশাপাশি দীলিপবাবু দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েত এলাকাতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − three =