গত শুক্রবার নাভালনির মৃত্যুর খবর আসে। তার পর থেকেই গোটা রাশিয়াজুড়ে একাধিক স্মরণসভা ও শোকসভার আয়োজন করেন নাভালনির সমর্থকরা। তার জেরেই দেশের আইন লঙ্ঘিত হয়েছে বলে রুশ প্রশাসনের দাবি। সেই অপরাধে অন্তত ১৫৪ জনকে জেলে পাঠাল রাশিয়ার প্রশাসন।
শুধু তাই নয়, শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। শুধুমাত্র সেন্ট পিটার্সবার্গেই ১৫৪ জন নাভালনি সমর্থককে কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আপাতত ১৪ দিনের জন্য তাঁদের কারাগারে থাকতে হবে কারণ দেশের বিক্ষোভ বিরোধী আইন ভেঙেছেন তাঁরা।
উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসাবেই পরিচিত নাভালনি। জালিয়াতি ও দুর্নীতি-সহ একাধিক অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করে রাশিয়ার একটি আদালত। শুক্রবার জেলে থাকাকালীনই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে এখনও নাভালনির দেহ হাতে পাননি তাঁর পরিবারের সদস্যরা।