কলকাতা: করোনা আবহে সোমবার ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। করোনার দাপটে ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এবছর, অনেকটাই স্বাভাবিক জনজীবন। শ্রেণিকক্ষে বসেই এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন ছাত্রছাত্রী। এ বছর মোট পরীক্ষার্থী প্রায় ৫০ হাজার বেড়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, সোমবার সকাল ১১টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় পাবেন। ১২টা থেকে শুরু হবে উত্তর লেখা। পরীক্ষা চলবে বেলা ৩টে পর্যন্ত। ১৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে। এছাড়াও আরও সাব ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
পর্ষদ সভাপতি জানান, ‘গত বছর পরীক্ষা হয়নি। এনরোলমেন্ট হয়ে গিয়েছিল। এবার প্রায় ৫০ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।’ করোনা পরিস্থিতিতে পরীক্ষা। তাই কোভিড বিধি মেনেই পরীক্ষাকেন্দ্রে আসতে হবে পরীক্ষার্থীদের। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক।
সোমবার থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ৭ মার্চ বাংলা। ৮ মার্চ ইংরেজি। ৯ মার্চ ভূগোল। ১১ মার্চ ইতিহাস। ১২ মার্চ জীবনবিজ্ঞান। ১৪ মার্চ অঙ্ক। ১৫ মার্চ ভৌত বিজ্ঞান। ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়।