সিবিএসসি বোর্ডের অ্যাফিলিয়েশন পাণ্ডবেশ্বরের একটি ইংরাজি মাধ্যম স্কুলের

নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: খনি অঞ্চল পাণ্ডবেশ্বর এবং তার আশপাশের এলাকায় রয়েছে অনেকগুলি ইংরেজি মাধ্যম স্কুল থাকলেও, কোনও বোর্ডের অ্যাফিলিয়েশন নেই বলে দাবি। উখড়ায় একটি স্কুল বাদ দিয়ে কোনওটিই আজ পর্যন্ত কোনও বোর্ডের অ্যাফিলিয়েশন পায়নি বলে সূত্রের খবর। ঠিক এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে পাণ্ডবেশ্বরের বুকে সিবিএসসি বোর্ডের অ্যাফিলিয়েশন নিয়ে নতুন করে পথচলা শুরু করল ব্লুসুমিং অ্যাঞ্জেলস ইউনাইটেড নামে একটি বেসরকারিইংরেজি মাধ্যম স্কুল।
স্কুলের ডিরেক্টর চঞ্চল চক্রবর্তী জানান, ২০১৮ সালের এপ্রিল মাসে তাঁদের পথ চলা শুরু হয়, বহু পরিশ্রমের ফলে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লকের বিডিও ম্যাডামের সহযোগিতায় গতকাল এই স্কুল সিবিএসসি বোর্ডের অভিভুক্তি (অ্যাফিলিয়েশন) পেয়েছে। তাঁর দাবি, খনি অঞ্চলে অত্যাধুনিক বিদ্যালয়, উন্নত শিক্ষা ব্যবস্থা দিতে অগ্রণী ভূমিকা পালন করবে তাঁর স্কুল। এখানে রয়েছে উন্নতমানের লাইব্রেরি, কম্পিউটার ল্যাব,ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা। এছাড়াও চঞ্চলবাবুর দাবি, তাঁদের উদ্দেশ্য উন্নতমানের পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলা। বিদ্যালয়ের অধ্যক্ষের দাবি, তাঁদের বিদ্যালয় এলাকায় গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =