যশস্বীর শতরান, বিশাল রানের লিডের দিকে এগোচ্ছে ভারত

যশস্বী জয়েসওয়ালের শতরানে তৃতীয় টেস্টে চালকের আসনে ভারত। প্রথম টেস্টের পর রাজকোটে আরও একটি দুর্দান্ত ইনিংস উপহার তরুণ ভারতীয় ওপেনারের। ১২২ বলে শতরানে পৌঁছে যান যশস্বী। ইনিংসে ছিল ৫টি ছয়, ৯টি চার। ১০৪ রানে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ভারতকে বড় রানের লিড দিয়ে যান। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ১৯৬। ইংল্যান্ডের থেকে ৩২২ রানে এগিয়ে। মিরাকেল না ঘটলে রাজকোট টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে শতরান করলেও এদিন রান পাননি রোহিত শর্মা। মাত্র ১৯ রানে আউট হন। ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে ১৫৫ রান যোগ করে যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল। প্রথম ইনিংসে রান না পেলেও শনিবার অর্ধশতরান করেন। দিনের শেষে ১২০ বলে ৬৫ রানে অপরাজিত গিল। খাতা খুলতেই পারেননি রজত পাটিদার। শনিবার শেষলগ্নে তাঁকে ফিরিয়ে দেন হার্টলি। এদিন মধ্যাহ্নভোজের পরপরই ৩১৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংসে। মাত্র ২৯ রানে শেষ পাঁচ উইকেট পড়ে। বেন ডাকেট ছাড়া বাকিরা ব্যর্থ। ১৫৩ রান করেন ইংল্যান্ডের ওপেনার। ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =