ছাঁটাইয়ের প্রতিবাদে বজ বজে শ্রমিক উত্তেজনা, অবরোধ, গ্রেফতার ৮০, ছাঁটাই ৩০০ বেশি

বজ বজ  : বজবজের গোবরজুড়ি এলাকায় ইন্ডিয়ান অয়েলের গ্যাস প্লান্টকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে ওঠে শ্রমিক অসন্তোষ। বকেয়া মজুরি ও কাজের দাবিতে বিক্ষোভরত ড্রাইভার, খালাসি ও শ্রমিক মিলিয়ে প্রায় ৩০০ বেশি জন পথে নামেন। যার জেরে এলাকা ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা। আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

মঙ্গলবার রাতের উত্তেজনার জেরে বুধবার সকালেই সংস্থার শ্রমিক ইউনিয়ন থেকে ৩০০-রও বেশি শ্রমিক, খালাসি ও ড্রাইভারকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে, সকাল থেকেই শুরু হয়েছে নতুন কর্মী নিয়োগ। ইতিমধ্যেই ১০০-রও বেশি নতুন শ্রমিক কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , মঙ্গলবার রাতের ঘটনায় অংশ নেওয়া প্রায় ৮০ জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে আন্দোলনকারীদের পরিবারের লোকেরা সকালে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে।

উল্লেখ্য, বজবজ বিধানসভার ১নং ব্লকের গোবরজুড়ি এলাকায় ইন্ডিয়ান অয়েলের গ্যাস প্লান্টে শ্রমিক বিক্ষোভের জেরে স্তব্ধ এলাকা। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবারের বিশাল বাহিনী সহ পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী। শ্রমিক সূত্রে খবর,গত প্রায় তিন বছর ধরে লোডিং-আনলোডিংয়ের কাজ করে আসা শ্রমিক ও ড্রাইভার – খালাসিদের বকেয়া মজুরি এখনও মেটানো হয়নি। শ্রমিকদের দাবি, কন্ট্রাক্টরের লোকজন ইচ্ছাকৃতভাবে তাদের টাকা আটকে রেখেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যেতে এই বিষয়ে স্থানীয় শাসক নেতৃত্বের হস্তক্ষেপে একটি আলোচনা সভার বৈঠক আয়োজন করা হয়েছিল । একাংশ শ্রমিকের অভিযোগ, আলোচনা সভা শুরুর আগেই কিছু বহিরাগত তাদের ওপর হামলা চালায়। এই হামলার প্রতিবাদেই ড্রাইভার ও খালাসিরা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। একাধিক বাইক ভাঙচুরের পাশাপাশি এলাকায় খোলা আকাশে রান্নার গ্যাসের গন্ধে জেরে আতঙ্কিত এলাকার মানুষেরা। বর্তমানে এলাকা এখনও থমথমে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 3 =