বিদায়ের পথে শীত, রাজ্যের জেলায় জেলায় ক্রমশ বা চলেছে তাপমাত্রা। শনিবার থেকে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই বেড়েছে। রবিবারও আবহাওয়ার বিশেষ কোনও বদলের সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত না থাকলেও কুয়াশার দাপট থাকবে। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল শহর কলকাতা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়ে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা খুব একটা কমবে না।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকছে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে একাধিক জেলায়। দার্জিলিং এবং কালিম্পঙে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বড় কোনও হাওয়া বদলের সম্ভাবনা খুবই কম। ঠান্ডা থাকবে। তবে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।