নারী নির্যাতন কমাতে হাবড়া শহরে টহলদারি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশের উইনার্স টিম

নারী নির্যাতন কমাতে হাবড়া শহরের টহলদারি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশের উইনার্স টিম।মহিলাদের উপর নির্যাতন কমাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জেলার পাশাপাশি বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে মহিলা উইনার্স পুলিশ টিমের হাবড়া থানার মহিলা উইনার্স পুলিশ টিম হাবড়া বাজার,হাবড়ার বিভিন্ন শপিং মল সহ হাবড়া স্টেশন চত্বর এছাড়াও বাজারে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সহ পুর এলাকার বিভিন্ন জায়গায় টহলদারি করছে।এই বিশেষ টিমে আপাতত ছয়জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশের টিম রয়েছে।এই মহিলা পুলিশের বিশেষ টিমকে দেখা গিয়েছে পথচলতি মহিলাদের সঙ্গে কথা বলতে।যেকোন সমস্যায় যেন স্থানীয় থানা বা মহিলা পুলিশের এই বিশেষ বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন সেই বিষয়ে বলতেও শোনা গিয়েছে। মহিলা পুলিশের এই ভূমিকায় কিছুটা হলেও নিশ্চিন্ত মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =