নয়াদিল্লি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন। আর বৈঠকে যোগ দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। মমতা বলেছেন, “আমি কথা বলছিলাম, তখন মাইক বন্ধ করা হয়েছে।” রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে এদিন নীতি আয়োগের বৈঠক হয়।
বৈঠক থেকে বেরিয়ে মমতা বলেছেন, “আমি কথা বলছিলাম, আমার মাইক বন্ধ করা হয়েছে। আমি বললাম, আমাকে কেন বাধা দিলেন, কেন বৈষম্য করছো। আমি যে বৈঠকে যোগ দিচ্ছি, তাতে আপনাদের খুশি হওয়া উচিত। বিরোধী দল থেকে শুধুমাত্র আমিই আছি এবং আপনারা আমাকেও কথা বলতে বাধা দিচ্ছেন…এটা শুধু বাংলার অপমান নয়, সব আঞ্চলিক দলেরও অপমান।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “আমি বলেছি আপনাদের (কেন্দ্রীয় সরকার) রাজ্য সরকারের সঙ্গে বৈষম্য করা উচিত নয়। আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মাত্র ৫ মিনিট কথা বলতে দেওয়া হয়েছিল। আমার আগে লোকেরা ১০-২০ মিনিট কথা বলেছিল। বিরোধী দল থেকে আমিই একমাত্র অংশগ্রহণ করছিলাম, কিন্তু তবুও আমাকে কথা বলতে দেওয়া হয়নি। এটা অপমানজনক।”