শনিবার দুপুর ৩টেয় আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। একই দিনে চার রাজ্য অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওডিশার বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা হবে বলে জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়। পরে পোস্টটি শেয়ার করা হয় নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডলে।
শুক্রবার বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার।। সেই বৈঠকের পরেই জানানো হয় নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হবে শনির দুপুরে। নিয়ম অনুযায়ী, সূচি ঘোষণার ২১ থেকে ৩৫ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয়। শনিবার ভোট ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই অনুমান। সূত্রের খবর, নয় দফায় নির্বাচন হতে পারে। পশ্চিমবঙ্গেও সাত থেকে নয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছিল ১০ মার্চ। তার পরে ১১ এপ্রিল থেকে শুরু হয়েছিল ভোট প্রক্রিয়া।