হাওড়া ময়দানের মেট্রোতে অভিনব ভোট প্রচার বিজেপি প্রার্থী রথীনের

শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য চালু হল হাওড়া ময়দান মেট্রো। আর প্রথম দিনেই মেট্রো চেপে প্রচার সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। যাত্রীদের সঙ্গে আলাপচারিতা ও  চকলেট দেওয়ার মাধ্যমে জনসংযোগের নতুন মাধ্যম বেছে নিলেন চিকিত্সক বিজেপি প্রার্থী। প্রতিদিন হাওড়া থেকে কলকাতার নিজস্ব চেম্বারে যান তিনি। যদিও শুক্রবার মেট্রো চালু হওয়াতে গাড়ি ব্যবহার না করে মেট্রোকেই বেছে নেন তিনি। পাশপাশি মেট্রোর বাইরে ও ভিতরে উপস্থিত যাত্রীদের তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানালেন।

এদিন হাওড়া ময়দান মেট্রোর প্রথম দিনের সওয়ারি হতে ভোর থেকে অসংখ্য মানুষ ভিড় করেন মেট্রোর গেটের সামনে। পরিষেবা চালুর শুরুর দিনেই যাত্রীদের মেট্রো চাপার জন্য বিশেষত গঙ্গার নীচ দিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

বিজেপি প্রার্থী রথীন জানান,’ আজকের এই দিনটি এক ঐতিহাসিক দিন। আমরা গর্বিত নরেন্দ্র মোদি এটা সকলের জন্য করেছেন। আমাদের কাছে কোনও বাধাই বাধা নয়। আমরা নরেন্দ্র মোদির গর্বিত সৈনিক।’

পাশপাশি উপস্থিত বিজেপি নেতা উমেশ রাই দাবি করেন, ‘ দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল। এরপর অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও নরেন্দ্র মোদির হাত দিয়েই প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হল। মোদি যেটা বলেন সেটাই করে দেখান, এটাই মোদির গ্যারান্টি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seven =