নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গকে নোংরা রাজনীতি থেকে মুক্ত করার অঙ্গীকার করেছেন তিনি।
মঙ্গলবার সুকান্ত মজুমদার বলেছেন, “২৭ জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার সজনুর পারভীন নামে দিল্লিতে বসবাসকারী এক মহিলার বিষয়ে একটি টুইট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও টুইট করে অভিযোগ করেন, ২৫ জুলাই দিল্লি পুলিশ তার বাড়িতে পৌঁছে তাকে এবং তার সন্তানকে মারধর করে এবং ২৫,০০০ টাকা তোলা আদায়ের পর তাদের ছেড়ে দেয়। কিন্তু দিল্লি পুলিশের তদন্তে সবকিছু স্পষ্ট হয়ে যায়। দিল্লি পুলিশের একজন ডিসিপি বলেছেন, সাদা পোশাকে চার পুলিশ সদস্য তাকে আটক করে রাখার দাবি করা ওই মহিলাকে সিসিটিভিতে স্পষ্টভাবে নিজের ইচ্ছায় হাঁটতে দেখা যাচ্ছে।”
সুকান্ত মজুমদার আরও যোগ করেছেন, “জিজ্ঞাসাবাদের পর, তিনি প্রকাশ করেন যে, তিনি মালদায় তার আত্মীয়, যিনি নিজেও একজন তৃণমূল কর্মী, তার নির্দেশে গল্পটি তৈরি করেছিলেন। দিল্লি পুলিশের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এতে জড়িত তা তদন্ত করা এবং একটি এফআইআর দায়ের করা। এই নোংরা রাজনীতি থেকে আমাদের পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে।”

