সিঙ্গুর : তৃণমূল কংগ্রেসের জঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত পশ্চিমবঙ্গ, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার হুগলির সিঙ্গুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সিঙ্গুরের এই জনসমুদ্র, আপনাদের সকলের এই উৎসাহ ও উদ্দীপনা, পশ্চিমবঙ্গের জন্য এক নতুন গল্প বলছে। সবাই একই অনুভূতি নিয়ে এসেছে, একই আশা নিয়ে: ‘আমরা প্রকৃত পরিবর্তন চাই। সবাই ১৫ বছরের জঙ্গলরাজকে পরিবর্তন করতে চায়।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, “সম্প্রতি, বিজেপি এবং এনডিএ আবারও বিহারে জঙ্গলরাজ বন্ধ করেছে। এখন, পশ্চিমবঙ্গও তৃণমূলের জঙ্গলরাজকে বিদায় জানাতে প্রস্তুত।” প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি দেখতে পাচ্ছি, বিপুল সংখ্যক মহিলা আমাকে আশীর্বাদ করতে এসেছেন। কৃষকরাও বিপুল সংখ্যায় উপস্থিত এবং তরুণদের উৎসাহ স্পষ্টভাবে দৃশ্যমান। সকলেই এখানে একটি সাধারণ প্রত্যাশা নিয়ে জড়ো হয়েছেন – তারা প্রকৃত পরিবর্তন চান। ১৫ বছরের অনাচারের অবসান ঘটিয়ে প্রকৃত রূপান্তর আনার আকাঙ্ক্ষায় মানুষ ঐক্যবদ্ধ।”

