নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে হিংসার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ জ্বলছে, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।
রবিবার শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “বাংলা জ্বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এর জন্য সম্পূর্ণরূপে দায়ী। এটি হিন্দুদের বিরুদ্ধে রাষ্ট্র-মদতপুষ্ট, রাষ্ট্র-সুরক্ষিত, রাষ্ট্র-প্ররোচিত লক্ষ্যবস্তু হিংসা। হিন্দুদের রাজ্য ছাড়তে বাধ্য করা হচ্ছে এবং মন্দিরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। আমরা আরও দেখেছি কীভাবে গেরুয়া পতাকা নামানো হয়েছিল।
স্বামী বিবেকানন্দের ভূমিতে এমনটা ঘটছে। আমরা দেখেছি, হিন্দুদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, এবং বেছে বেছে তাদের দোকানে আগুন লাগানো হচ্ছে। যেভাবে হিন্দুদের হয়রানি করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জিত হওয়া উচিত যে, তিনি এখনও তুষ্টিতে নিযুক্ত আছেন।”