কলকাতা : রবিবার ১১ ও ১২ শ্রেণির জন্য আয়োজিত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন রাজ্য থেকে আগত প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে বহু সংখ্যক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে এসেছেন।
সূত্রের খবর অনুযায়ী, এবারের পরীক্ষায় ১২ হাজারেরও বেশি পরীক্ষার্থী বাইরের রাজ্য থেকে এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে এসেছে। বিশেষ করে হিন্দি মাধ্যমে ৩৭০টি শূন্যপদের জন্যই ১২ হাজারের বেশি বাইরের প্রার্থী আবেদন করেছেন। আগের পরীক্ষা (৯ম-১০ম শ্রেণি স্তর) তেও হিন্দি মাধ্যমে ২,২৫১টি পদ ছিল এবং তখনও বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল।
তথ্য অনুযায়ী, ২০১৬ সালের পরীক্ষায় হিন্দি মাধ্যমের প্রার্থীদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এবার প্রথমবারের মতো তাদের সুযোগ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসে অনেক প্রার্থী নিজেদের রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার দুরবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিষয়টি নিয়ে রাজনীতিতেও তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্টাফ সিলেকশন কমিশনের (SSC) মতে, এবারে মোট ৫,৬৫,০০০ পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন। রবিবার ৩৬টি বিষয়ে পরীক্ষা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১২,৫১৪, আর আবেদনকারীর সংখ্যা ২,৪৬,০০০-এর বেশি।

