ফের পারদ-পতন তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে ঠান্ডাও বাড়ল অনেকটাই

জমজমাট শীতের আমেজ বজায়ই রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। এরইমধ্যে শনিবার আবারও তাপমাত্রার পারদ-পতনের সাক্ষী হল মহানগরী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিক। তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গেই শীতও অনেকটাই বেড়েছে এদিন।

কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-এই সমস্ত জেলাগুলিতেও এখন মাত্রাতিরিক্ত ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়, মহানগরী ও লাগোয়া জেলাগুলির আকাশ থাকবে পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =