‘নন্দীগ্রামের কায়দায় বিএসএফের উর্দি গায়ে…,”, মুর্শিদাবাদ-কান্ডে কটাক্ষ মমতার

কলকাতা : ‘নন্দীগ্রামের কায়দায় বিএসএফের উর্দি গায়ে, পায়ে চটি পরে এসে হামলা হয়েছে। মুর্শিদাবাদের অশান্তির কথা প্রসঙ্গে বুধবার এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “এটা আমরা তদন্ত করে দেখব।বিএসএফও গুলি চালিয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, শীতলকুচিতেও এরা চারজনকে মেরেছিল।

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ‘আমার ছবি, গলা, নকল করেও ভিডিও ছড়ানো হচ্ছে। ফেকটাকে বিজেপির কেক করে দেবেন না।’ অর্থাৎ তিনি বলতে চান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন ভুয়ো খবর না ছড়ায় এবং তাই নিয়ে বিজেপি যেন কোনও সুবিধা করতে না পারে।

এদিন ইনডোরের মঞ্চ থেকে মুর্শিদাবাদে দাঙ্গা পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি তথা কেন্দ্রের সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট অভিযোগ, মুর্শিদাবাদে সম্প্রতি যে ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা পরিকল্পিত ঘটনা। বাইরে থেকে লোক এনেছে বিজেপি। তারাই অশান্তির আগুন জ্বেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nine =