ত্রিশূল অভিযান করে, স্বচ্ছ ভারত রাজনীতি গড়তে চাই : দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বাংলা বছরের প্রথম দিনেই বাবা বর্ধমানেশ্বর শিবমন্দিরে পুজো দিতে এসে ত্রিশূল হাতে এবার দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ‘বাবার ওখান থেকে ত্রিশূল লাভ হল। এই বিশ্বে যখনই পাপ অশুভশক্তির প্রভাব বেড়েছে, তখনই তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তাঁরই প্রেরণায় তাঁর ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে, স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি গড়তে চাই। ত্রিশূল তাঁর প্রতীক।
ভয়ে নাকি আত্মরক্ষার জন্য? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলাপবাবু বলেন, ‘আত্মরক্ষা না দেশ রক্ষা।’ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘টিএমসি চলে গেলে এই দিনটাও চলে যাবে, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস কী করে হল আমরা জানি না। পশ্চিমবঙ্গকে মিটিয়ে দিয়ে বাংলা করার চেষ্টা করছেন আবার পশ্চিমবঙ্গ দিবসও করছেন।’
রবিবার বর্ধমান শহরের আলমগঞ্জ কল্পতরু মাঠে সকালে প্রাতর্ভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রাতর্ভ্রমণ শেষ করে তিনি আলমগঞ্জ মোড় পুলিশ ফাঁড়ি এলাকায় চায়ে পে চর্চার সঙ্গে জনসংযোগ করেন। অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন তৃণমূলকে জেতালে আগামী ১ ডিসেম্বরের মধ্যে অগস্টের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘দু’-তিনবার তো জেতাল সবার পকেট ফাঁকা, টাকা পৌঁছচ্ছে, কোথায় পৌঁছচ্ছে সেটা লোকে জেনে গিয়েছে। সে জন্য টিএমসি জিতলে কয়েকটা পরিবার, কয়েকটা লোকের সুবিধা হবে, বিজেপি জিতলে সাধারণ মানুষের সুবিধা হবে, তাঁরা সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন।’
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রসঙ্গে বলেন, ‘লোকে ওঁকে দেখছে একবার ঘোরায় চড়ছেন আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন, এটা কি ধরনের গণতন্ত্র, উনি দাঁড়িয়েছেন না ওঁর স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে, উনি যত ড্রামা করছেন। তারপর নাচানাচি করে, যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায় না, নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =