কলকাতা : আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। ওই ভোটেও বাংলায় ফের উঠবে সবুজ ঝড়। দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিধায়করা। সদ্য হওয়া দিল্লির নির্বাচনের ফলাফল নিয়ে সুর চড়ান মমতা। তাঁর দাবি, কংগ্রেস সমঝোতার পথে এলে এমনটা হত না। বলেন, দিল্লিতে এএপি-কে সাহায্য করেনি কংগ্রেস। আবার হরিয়ানাতে কংগ্রেসকে সাহায্য করেনি এএপি। তাই দুই জায়গায় বিজেপি জিতে গিয়েছে। সবাইকে একসঙ্গে থাকতে হবে। তবে বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব।
আমরা একাই যথেষ্ট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গে ফের তৃণমূলই যে ক্ষমতা আসবে, সেই নিয়ে কনফিডেন্ট মমতা। তাঁর দাবি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা ফের ক্ষমতায় আসব। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আমরা চতুর্থবার সরকার গড়ব।