মমতাকে ইন্ডি জোটের প্রধান অংশীদার হিসেবে দেখতে চাই : সঞ্জয় রাউত

নয়াদিল্লি : মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডি জোটের প্রধান অংশীদার হিসেবে দেখতে চাই। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে তাঁরা শীঘ্রই কলকাতায় আসবেন।

ইন্ডি জোট প্রসঙ্গে সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ইন্ডি জোটের নেতৃত্ব দিতে ইচ্ছুক’, এ প্রসঙ্গে শনিবার শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন “আমরা মমতাজির এই মতামত জানি। আমরাও চাই, তিনি ইন্ডি জোটের একজন প্রধান অংশীদার হন।

মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল অথবা শিবসেনাই হোক না কেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা শীঘ্রই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =