কলকাতা : আগামী বিধানসভা ভোটের আগে বুথ বিন্যাস নিয়ে বৈঠক ছিল। তা নিয়ে এবার নতুন নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন।
এসআইআর নিয়ে হাজারও তর্কবিতর্কের আবহেই শনিবার কমিশনের দফতরে এটি প্রকাশিত হয়।
এনিয়ে তৃণমূলের তরফে অরূপ বিশ্বাস বলেন, “আগে একটা বুথে ১৫০০ জনের বেশি ভোটার ভোট দিতে পারতেন। কিন্তু কমিশনের নয়া নিয়ম অনুয়ায়ী, এবার থেকে প্রতি বুথে ১২০০ জন ভোটার থাকবেন। বাড়তি ভোটারদের নিয়ে আলাদা বুথ তৈরি হবে। আমাদের এই নিয়মে কোনও আপত্তি নেই। শুধু একটাই দাবি, ভোটারের ভোটকেন্দ্র যেন তাঁর বাড়ির কাছে হয়। কমিশন যেন কোনও উপায়ে ভোট কমানোর চেষ্টা না করে।”

