বিরাট কাটআউটে মালা দিয়ে, রক্তদান শিবির করে কোহলির জন্মদিন সাঁতরাগছিতে

হাওড়া: ধূমধাম করে শনিবার বিরাট কোহলির জন্মদিন পালিত হল সাঁতরাগাছিতে। বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন ও কোনা ট্রাফিক অফিসে যৌথ উদ্যোগে কোহলির ভক্তরা তাঁর জন্মদিন পালন করেন।বিরাটকে সম্মান জানাতে তাঁর ২৫ ফুটের কাটআউটে মালা দেওয়া হয়।

কেক কাটার পাশাপাশি আয়োজন ছিল খাওয়া-দাওয়ার। হলো। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। জন্মদিনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে ব্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে তাঁর ভক্তরা দিনটি উদযাপণ করেছেন রীতিমতো পরিকল্পনা করেই। রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি বিরাট কোহলির চিত্র প্রদর্শনী আয়োজিত হয় এদিন।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতরাগাছিতে বিরাট কোহলির সমর্থকরা এখানে জড়ো হন। চলে নানারকম অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ডিসিপি ট্রাফিক অর্ণব বিশ্বাস। তিনি বলেন, ‘বিরাট কোহলি একজন জনপ্রিয় ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। আজ তাঁর জন্মদিনের দিন বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন ও সাঁতরাগাছি কোনা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে আজকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাঁরা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।’
বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশনের রাজ্য সম্পাদক বাপি দাস জানান বিরাট কোহলির ৩৪তম জন্মদিন তাঁরা পালন করছেন সাঁতরাগাছিতে। শুক্রবার রাত১২ টায় কেক কাটা হয়। শনিবার সকালে সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের অফিসে অন্য অনুষ্ঠান হয়। এখানে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি দুঃস্থ শিশুদের খাওয়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =