পশ্চিমবঙ্গে বারাণসী–কলকাতা এক্সপ্রেসওয়ে

নয়াদিল্লি : বুধবার রাজ্যসভার অধিবেশনে সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন জয়রাম গড়করি জানান যে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে বারাণসী–কলকাতা এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ বরাদ্দ হয়েছে। কিছু অংশ ছাড়া কাজ এগোচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি- র তরফ থেকে জানানো হয়েছে, মন্ত্রী জানান, বারাণসী–রাঁচি–কলকাতা পর্যন্ত নির্ধারিত পথ অনুমোদিত হয়েছে এবং ৩ জানুয়ারি, ২০২৩-এ পশ্চিমবঙ্গ সরকারের তরফে সম্মতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে সংশোধিত পথ অক্টোবর, ২০২৪-এ অনুমোদিত হয়।

নীতিন গড়করি আরও বলেন, পশ্চিমবঙ্গের ছয় জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও হুগলি জেলায় জাতীয় সড়ক আইন, ১৯৫৬-এর ৩(এ) ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, ডিপিআর-এর ফলাফল, সংযোগের প্রয়োজন, অগ্রাধিকারের ভিত্তি এবং প্রধানমন্ত্রী গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =