পরপর দুই দিন বন্দে ভারত ট্রেনে ভাঙচুর। সেই প্রসঙ্গে বুধবার মধ্যমগ্রামে নিন্দা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি* অধীর চৌধুরী। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ভারত জোড়ো কর্মসূচিতে সাগর থেকে পাহাড় যাত্রার এদিন প্রবেশ ঘটে মধ্যমগ্রামে। সেখানে ওই যাত্রার আগে পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন ওই পদযাত্রায় অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চেল্লা কুমার, প্রদীপ ভট্টাচার্য, ঋজু ঘোষাল সহ বহু প্রদেশ ও জেলা নেতৃত্ব। এদিন এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব¨ে ভারত ট্রেনে যে পরপর দু’দিন ভাঙচুর করা হয়েছে তার তীব্র নিন্দা করে বলেন ট্রেনে হামলাকারীদের অবিলম্বে রাজ্য প্রশাসনকে গ্রেপ্তার করা উচিত। সেই সঙ্গে এইভাবে ট্রেন ভাঙচুর হলে ব¨ে ভারত বন্ধ হয়ে যাবে, ফলে যাত্রীরা অসুবিধায় পড়বে। তাছাড়া ভারতের জাতীয় সম্পত্তি, দেশের নাগরিক হিসেবে আমাদের সম্পত্তি এভাবে নষ্ট করা উচিত নয়। এটা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পাশাপাশি কেন্দ্রের টাকা রাজ্য খরচ করতে পাচ্ছে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খরচ করতে পারছে না চুরি করছে সেটা দেখা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংসাত্মক রাজনীতি করছে বলে দাবি করেন অধীর। তিনি বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ধ্বংসাত্মক রাজনীতি করছে তাতে আগামী দিনগুলি দুর্দিনে পরিণত হতে চলেছে। রাজ্য ক্রমশ পিছিয়ে পড়বে বলেও প্রদেশ সভাপতি* দাবি করেন।