কলকাতা : দক্ষিণ কলকাতায় কসবার ল-কলেজের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। পুলিশকে তিনি জানিয়েছেন, কলেজেরই এক প্রাক্তনী এবং বর্তমান ২ জন পড়ুয়া মিলে তাঁকে গণধর্ষণ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়েছে তিনজন। শুক্রবার পুলিশসূত্রে এ খবর জানা গিয়েছে।
গত বুধবার কলেজের মধ্যেই তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেছে ফরেন্সিক টিম।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন তৃণমূল নেতা। মূল অভিযুক্ত সে-ই। তরুণীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।