মুখ্যমন্ত্রীর মসনদে বসেই বড় ঘোষণা পুষ্কর সিং ধামির(Pushkar Singh Dhami)। তিনি বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করা হবে। ধামি এদিন বলেছেন, ‘রাজ্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যে একটি কমিটি শীঘ্রই গঠন করা হবে এবং এই আইন রাজ্যে কার্যকর করা হবে। এটিই প্রথম রাজ্য যেখানে এই আইন কার্যকর করা হবে।’
গতকালই উত্তরাখণ্ডের দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন পুষ্কর সিং ধামি। মসনদে বসেই উত্তরাখণ্ডবাসীকে দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়িত করা শুরু করলেন। বিজেপি নির্বাচনী প্রচারে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। এদিন সেই আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন ধামি। উল্লেখ্য, গত কয়েক দশক ধরে অভিন্ন দেওয়ানি আইন বিজেপির নির্বাচনী হাতিয়ার। ধামি জানিয়েছেন যে, তিনি স্বচ্ছ সরকার গড়ে তুলবেন এবং বিজেপির সমস্ত প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও জানান তিনি।