কলকাতা : বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মহিলা চাকরিহারাদের ৬ প্রতিনিধি।
কিন্তু আগাম অনুমতি না থাকায় সেখানে পুলিশ তাঁদেরকে আটকে দেন। এর পর চাকরিহারা শিক্ষিকাদের পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরিহারাদের নতুন করে পরীক্ষায় বসার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তিও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সকাল সাড়ে আটটা নাগাদ কালীঘাটে যান চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সেখানে যান শিল্পী চক্রবর্তী, রুপা কর্মকার, সঙ্গীতা সাহা, সম্প্রীতি রায়, নুর আমিনা গুলসান ও সাহানি নাজনিনরা। কিন্তু পুলিশ তাঁদের আটকে দেয়।