গতির বিস্ফোরণে কোহলির স্টাম্প উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ উমরানের

উমরান মালিকের গতির বিস্ফোরণ তাতিয়ে দিয়েছে গোটা দলকেই। প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা সামলে আশার সূর্যোদয় ঘটিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টানা চার ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল। কমলা ব্রিগেডের চমকপ্রদ ইউ-টার্নের নেপথ্যে রয়েছে উমরানের দুরন্ত উত্থান। বিদ্যুৎ গতির পেস বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটারটি।

তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও ইয়র্কার স্পেশালিস্ট টি নটরাজন। ধারাল পেস আক্রমণে ভর করেই এবার পয়েন্ট টেবিলে প্রথম চারের গণ্ডিতে ঢুকে পড়ার হাতছানি হায়দরাবাদের সামনে। সেই লক্ষ্যে শনিবার তারা মুখোমুখি হবে ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে উপরের সারিতে রয়েছেন কোহলি-ডু’প্লেসিরা।

ফলে জমজমাট দ্বৈরথের যথেষ্ট মশলা মজুত রয়েছে এই ম্যাচে। হায়দরাবাদ শিবিরকে যেমন উজ্জীবিত করছেন তরুণ উমরান, তেমনই আরসিবি’র প্রেরণার উৎস এখন বর্ষীয়ান দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সে গত কয়েক মরশুমে ধারাবাহিকভাবে ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পুনর্জন্ম ঘটেছে এবারের আইপিএলে। চরম প্রতিকূল পরিস্থিতি থেকে আরসিবি’কে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি। ব্যাট হাতে যোগ্য সঙ্গত করছেন নতুন অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তবে বিরাট কোহলির অফ-ফর্ম কিছুতেই কাটছে না। এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও।

তবে হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজলউড ও হাসারাঙ্গাকে নিয়ে গঠিত আরসিবি’র বোলিং বিভাগ দারুণ ছন্দে রয়েছে। যদিও হায়দরাবাদের ব্যাটসম্যানদের সামনে তাদের কড়া পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 4 =