নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: আগামী সোমবার অযোধ্যায় মহা ধুমধামে রামমন্দিরের উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানের ও ঐতিহাসিক শুভক্ষণের সাক্ষী থাকতে শনিবার পানাগড় থেকে বাইকে করে দুই যুবক অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন যাত্রা শুরুর আগে পানাগড়ের প্রয়াগপুর মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দেন ওই দুই যুবক। এদিন পানাগড়ের বাসিন্দারা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেওয়া দুই যুবককে সংবর্ধনা জানান।
জানা গিয়েছে, কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের যুবক সৌরভ মুখোপাধ্যায় ও তাঁর এক বন্ধু রাজা ঘোষ এদিন পানাগড় থেকে বাইকে করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের দাবি, সময়টা খুব কম হলেও প্রায় ৮০০ কিলোমিটার পথ তাঁরা অতিক্রম করে সঠিক সময়ে পৌঁছে ঐতিহাসিক সময়ের সাক্ষী থাকতে হাজির হয়ে যাবেন অযোধ্যায়। তাঁদের যাত্রার কথা শুনে পানাগড়ের মানুষ তাঁদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।