কলকাতা : দুই বিচারপতির ভিন্ন মতের কারনে ফের ঝুলে রইল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন।
বুধবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি পার্থের জামিন নিয়ে ভিন্ন মত দিলেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিং রায় আলাদা মত দেন। তিনি পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হার জামিন দেননি।
এদিন নিয়োগ মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়-সহ পাঁচ জনের জামিন নিয়ে হাইকোর্টের দুই বিচারপতি ভিন্নমত দেন। এক বিচারপতি সকলের জামিন মঞ্জুর করলেও অন্য এক বিচারপতি জামিনের বিরোধিতা করেন। বিরোধিতার কারণে মামলা গেল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। আবার প্রধান বিচারপতি মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠাবেন বলে জানা গেছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পার্থকে নিয়ে। আর বাকি ৪ জনকে নিয়ে দুই বিচারপতি একমত হওয়ায়, সিবিআইয়ের মামলায় তাঁরা জামিন পেলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেফতার হওয়ার ১৩ মাস পর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন পার্থ। ৭ অক্টোবর শেষ হয় শুনানি। সেদিন রায়দান স্থগিত রেখেছিল আদালত। এদিন রায়দানের সময় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সব অভিযুক্তকেই জামিন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিং রায় পার্থ-সহ পাঁচ অভিযুক্তের জামিন মঞ্জুর করেননি।