বাগদা : আত্মীয়ের অসুস্থতার কারণে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার দুই মহিলা অনুপ্রবেশকারী। বুধবার দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃত দুই মহিলার নাম আজমিরা খাতুন, শিরিনা খাতুন।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, বাগদার মাথাভাঙা এলাকা থেকে বুধবার সকালে দুই সন্দেহভাজন মহিলাকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত দুই মহিলা বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা। এই দুই মহিলা কয়েক মাস আগে চোরাপথে ভারতে প্রবেশ করে বাইরের রাজ্যে পরিচারিকার কাজ করতেন।
বাংলাদেশ বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ার কারণে তাঁরা চোরাপথে বাংলাদেশ যাওয়ার জন্য বাগদায় এসেছিলেন। ধৃতদের এদিন বনগাঁ মহাকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ।

