রুদ্রপ্রয়াগ : ১৮ জন যাত্রী নিয়ে অলকানন্দা নদীতে পড়ে গেল ছোট বাস (টেম্পো ট্রাভেলার)। ২ জনের মৃত্যু হয়েছে। ৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১০ জনের খোঁজ মিলছে না এখনও। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘটনা।
পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। জানা গেছে, বদ্রীনাথ হাইওয়ের ঘোলতিরের কাছে একটি যাত্রীবাহী বাস অলকানন্দা নদীতে পড়ে যায়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
তিনি বলেন, রুদ্রপ্রয়াগ জেলায় এক টেম্পো ট্রাভেলারের নদীতে পড়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ করছে। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি। সকলের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।