এসএসসি-র নয়া পরীক্ষার দু’দিন আগে ফের দুর্নীতির দাবি শুভেন্দুর

কলকাতা : নিয়োগে ব্যাপক দুর্নীতি, জেরে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করেছে আদালত। আগামী রবিবার এবং তার পরের রবিবার নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন ৫ লক্ষের বেশি চাকরিপ্রার্থী। কিন্তু এর আগে শুক্রবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, চাকরি চুরির পরে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকায় এসএসসি-র প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন তিনি। বিজেপি নেতার কথায়, ‘মমতা প্রশ্ন বিক্রি করবে। বসিরহাটে হচ্ছে, আমার কাছে অডিও টেপ আছে’।

এদিকে, পরীক্ষার ২দিন আগে শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে তোলপাড়। বিরোধী দলনেতার কথায়, ‘ওএমআর-এ ফাঁকি দিতে পারবে না বুঝে এবার প্রশ্ন বিক্রি হচ্ছে। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তাঁর ভাইপো মাল তুলবে। সুজয়কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল। আরও নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে’।

শুভেন্দু অধিকারী বলেন, ‘দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না। ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে’।

এই পরীক্ষা নিয়ে বিতর্ক, আইনি জটিলতা ও প্রশ্নের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের শীর্ষ আদালতের নির্দেশে ৭ ও ১৪ সেপ্টেম্বর ফের পরীক্ষা হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eight =