কলকাতা : ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার। রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে বাৎসরিক উৎসব (ফেস্ট) করার জন্য দু’কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়েরের অনুমতি চান এক আইনজীবী।
মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার ওই মামলার শুনানির সম্ভাবনা।
সোমবারই রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজে বাৎসরিক উৎসব করার জন্য দু’কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই বিপুল পরিমাণ বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা।
জুনিয়র ডাক্তারেরা একাংশ আশঙ্কা প্রকাশ করেন, এই অনুদান থেকে নতুন করে ‘দুর্নীতি’ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগেও অবশ্য মেডিক্যাল কলেজে ‘ফেস্ট’ হত। এবার ক্লাবে খয়রাতি দেওয়ার মতো ডাক্তারি কলেজগুলোতেও অনুদান দেওয়ার কথা ঘোষণা করায় সুর চড়াতে শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। এ বার সেই নিয়েই হাই কোর্টে মামলা।
আদালতে আইনজীবীর বক্তব্য, যেখানে কলেজে ছাত্র নির্বাচন সংক্রান্ত মামলাই আদালতে বিচারাধীন, কোনও কলেজেই নির্বাচিত ছাত্র প্রতিনিধি বা নির্বাচিত ছাত্র সংসদ নেই সেখানে সরকারের এই অনুদানের টাকা কী ভাবে খরচ হবে? ওই টাকার অপব্যবহার হওয়ার আশঙ্কা প্রকাশ করে আদালতে মামলা করেন আইনজীবী।
তাঁর কথায়, সরকারি হাসপাতালে রোগীরা যেখানে উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না, সেখানে ‘ফেস্ট’-এর নামে দু’কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের। এর পেছনে যুক্তি কী? কলকাতা হাইকোর্টে মামলার জন্য আবেদন জমা পড়লে প্রধান বিচারপতি জানান, ছাত্র নির্বাচন সংক্রান্ত মামলার সঙ্গে এই বিষয়টিও জুড়ে দেওয়া হবে।