ভাষা দিবসে বিএসএফের কড়া নজরদারিতে সীমান্তে মিলল দুই বাংলা

পেট্রাপোল: ভাষা দিবসে বিএসএফের কড়া নজরদারিতে সীমান্তে মিলল দুই বাংলা। বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক সালাম বরকতের মতো একাধিক ভাষাপ্রেমী যুবকদের বুক। অবশেষে তাঁদের সেই লড়াই সার্থক হয়। বাংলা ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায়। আর সেই লড়াইয়ে সামিল ভাষা শহিদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাঁরাই একুশে ফেব্রুয়ারির দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন। একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষীদের কাছে একটি আবেগের নাম।

দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল, বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন। এ বছরও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল, বেনাপোল সীমান্তের নোম্যানস ল্যান্ডে শহিদবেদীতে মাল্যদান করেন দু’দেশের প্রতিনিধিরা। সেখানে হাজির হন অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দুই বাংলার প্রতিনিধিরা যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা। তাঁরা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =