অভিযুক্ত দুই চিকিৎসকের আত্মসমর্পন আদালতে

কলকাতা : আর জি কর হাসপাতালের ঘটনার খলনায়ক ডাঃ বিরুপাক্ষ বিশ্বাস এবং ডাঃ অভীক দে শনিবার বিধাননগর ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করেন।

ডাঃ কুণাল সাহাকে আক্রমণের অপরাধে অভিযোগ, রোগীকল্যাণের কাজ করা পিপল ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি)-র সভাপতি ডাক্তার কুণাল সাহাকে আক্রমণ করেছিলেন

অভিযুক্ত এই দুই চিকিৎসক। রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের ২০২২ সালের নির্বাচনের দিন এই দুই ডাক্তার ছাড়াও উত্তরবঙ্গ এবং বর্ধমান মেডিক্যাল লবির

আরও ২০-২৫ জন নির্বাচনের প্রার্থী ছিলেন। যাঁদের অন্যতম ছিলেন ডাঃ সাহা।

এই আক্রমণের পরে বিধাননগর দক্ষিণ থানায় ডায়েরি করেন ডাঃ সাহা। এরপর তিনি আমেরিকায় তাঁর বাড়ি ফিরে গেলে পুলিশ ধামাচাপা দিয়ে দেয় সব অভিযোগ। কিছুদিন আগে ভারতে এসে নতুন অভিযোগ দায়ের করেন তিনি। সেই মামলায় গত মাসে আদালত সমন পাঠায়।

ডাঃ সাহা জানান, ডাঃ বিশ্বাস এবং ডাঃ দে ছাড়াও অভিযুক্ত রয়েছে রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের তিন সদস্য ডাঃ সুস্নাত রায়, ডাঃ কৌশিক বিশ্বাস এবং তৃণমূলের বিধায়ক ডাঃ খগেন্দ্র মাহাতো।

ক’মাস আগে আর জি কর হাসপাতালের রেপ-খুনের এবং মেডিক্যাল কলেজের হুমকি সংস্কৃতির সঙ্গে ওঠা একাধিক নামের মধ্যে ছিল বিরুপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র নাম। দু’বছর আগে কাউন্সিলের নির্বাচনে ডাঃ সাহাকে আক্রমণ এবং হুমকির অভিযোগে আদালতে সমর্পণ করলেন সেই দুই চিকিৎসক। তবে এরা এখনও মেডিক্যাল কাউন্সিলের সদস্য। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 14 =