কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে অবস্থান বিক্ষোভ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ দেখালেন তৃণমূলের নেতা ও কর্মীরা। উঠলো দোষীদের কঠোরতম শাস্তির দাবি। দোষীদের ফাঁসির দাবিতে আমতা বিধানসভা
এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল। আর জি কর-এর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদে সামিল হলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। রবিবার আসানসোলের হীরাপুর থানার চিত্রা মোড়ে তিনি ধর্নায় বসেন।
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মন্ত্রী মানস ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয় এদিন। হাওড়ার উলুবেড়িয়ায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয়, মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান। মোটামুটি রাজ্যের সব জেলাতেই এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস।

