নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কারও আধার কার্ড বাতিলের নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করেনি বলে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মানুষের দৃষ্টি ঘোরাতেই এরাজ্যের শাসকদল চক্রান্ত করছে বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারের। বুধবার বাঁকুড়া শহরে নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি করেন। একই সঙ্গে এদিন তাঁর আরও দাবি, পোস্ট অফিসে যে কেউ চিঠি পাঠালেই তা প্রাপকের হাতে পৌঁছে দেবে। যদি কেউ ওই ধরনের আধার বাতিলের চিঠি পান তবে তাঁদের সঙ্গে যেন যোগাযোগ করা হয় সেকথাও এদিন তিনি জানিয়ে দেন তিনি।
এই মুহূর্তে বহুচর্চিত সন্দেশখালি কাণ্ড ও তৃণমূলের মহিলা সংগঠনের ওই জায়গায় না যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি, একদিকে তাঁদের ‘অপরাধবোধ’ কাজ করছে, অন্যদিকে ‘মার খাওয়ার ভয়ে’ কেউই ওদিকে যাচ্ছেন না।